বাংলার বিনোদন ডেস্ক
কথা দিয়েছিলেন চমক দেবেন। সেকথা রেখেছেন মনামী ঘোষ।
বৃহস্পতিবার তার পুজোর মিউজিক ভিডিও ‘কল্কি’র পয়লা ঝলক প্রকাশ্যে এনে ‘ঝড়ের পূর্বাভাস’ দিলেন মনামী।
পুজোর মিউজিক ভিডিওর ঝলক শেয়ার করে মনামী লিখেছেন, ‘ধ্বংসের পূর্বাভাস।
সৃষ্টির পূর্বাভাস। ১৫ সেপ্টেম্বর আসছে এক জীবনমুখী রূপকথার গল্প কল্কি।
‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’র মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, সেটা টিজারেই বেশ বোঝা গেল।
অভিনেত্রী জানিয়েছেন, মনামী ঘোষ ইউটিউব চ্যানেলে আর মাত্র তিন দিন বাদেই মুক্তি পাচ্ছে গানটি।
তার প্রাক্কালেই গানের টিজার প্রকাশ্যে এনে ঝড়ের পূর্বাভাস দিয়েছেন অভিনেত্রী।